ছোট পর্দার পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

ছোট পর্দার পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী 



ছোট পর্দার পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

নাম:- মেহজাবিন চৌধুরী

জন্ম স্থান:- চট্রগ্রাম, বাংলাদেশ

জন্ম:- ১৯ এপ্রিল ১৯৯১

কর্মজীবন:- ২০০৯ সাল থেকে বর্তমান

উচ্চতা:- ৫ ফুট ৩ ইঞ্চি

পেশা:- অভিনেত্রী

জাতীয়তা:- বাংলাদেশী 


প্রথম জীবনে মেহজাবিন চৌধুরী


তরুণ-তরুণীদের পছন্দের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় তার জনপ্রিয়তা সবার শীর্ষে। চট্রগ্রামে মেহজাবিন চৌধুরীর পৈতৃক নিবাস। ১৯৯১ সালের ১৯ এপ্রিল মেহজাবিন বাংলাদেশের চট্রগ্রামে জন্ম গ্রহণ করেন। মেহজাবিন চৌধুরীর ছোট বেলা কেটেছে সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিনরা পাঁচ ভাই-বোন এর মধ্যে সবার বড় তিনি। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লাক্স সুন্দরী নির্বাচিত হন 'ও লেভেলে পড়াশুনা করার সময়। তিনি ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে।
 

মেহজাবিন চৌধুরীর অভিনয় জীবন


মেহজাবিন সুদক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন । তার সুন্দর অভিনয়ের বলে তিনি ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রী। মেহজাবিন চৌধুরী একজন দক্ষ অভিনেত্রী ও মডেল । ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মেহজাবিন চ্যাম্পিয়ান হন। সেই থেকে তার অভিনয় শুরু মিডিয়াতে। তার অভিনয় করা সর্ব প্রথম নাটক 'তুমি থাকো সিন্ধু পারে'। এ নাটকে তখনকার ছোট পর্দার পরিচিত মুখ মাহফুজ আহমেদ তার বিপরীতে ছিলেন। এবং 'তুমি থাকো সিন্ধু পারে' নাটকটি পরিচালনা করে ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। মেহজাবিন এর পরে বহু নাটকে অভিনয় করেন সে গুলো হল- কল সেন্টার, হাসো আনলিমিটেড, মেয়ে শুধু তোমার জন্য, মাঝে মাঝে তবু দেখা পাই, অপেক্ষার ফটোগ্রাফি, আজও ভালবাসি মনে মনে, গরু যখন গুরু, তুমি রবীন্দ্রনাথের অমিত নও, অনশেষে অন্য কিছু, তুলা রাশির ছেলে, মনের মত মন, চেনা হয়ে যায় অচেনা, ওধরা, একটি অনাকাঙ্ক্ষিত প্রমের গল্প, আমি কার, ভুল ঠিকানায় যাত্রা, দরজা খোলা ছিল, জামাই ধরা, একটি পূর্ব পরিকল্পিত বিবাহ, কট বিহাইন্ড, তবুও অপেক্ষায়, মেট্রো পলিটন বিভ্রম, টিয়ার শেষ পর্ব, চক্র, ব্রেক আপ ব্রেক ডাউন, আজ ১০ই আগস্ট, ব্লাক রোজ, ক্রেডিট কার্ড, দ্যা ক্লথ, স্বপ্নিল, ভন্ড জামাই, ব্লাক কফি, ফিল্ম মানিয়া, শূন্যতার বৃত্তে, একটি অসমাপ্ত ভালবাসা, রিটার্ন, কমন ডায়ালগ, বউ বদল, মেঘলা, বড় ছেলে, বিহবল দিশেহারা, ব্লাইন্ড ডেট, ফটো ফ্রেম, প্রেম, ভালবাসার বাধা, ফ্রন্ডশিপ লাভ সামথিং মোর, বেকার, বাইকম্যান, ভালবাসি আজো, যাতনা কাহারে বলে, অনামিকা নীল উপাধ্যায়, তোমার জন্য মন, হাই ছিল, ছেলেটি অবন্তীকে ভালোবেসে ছিল, ব্যাচ ২৭, নীল আবরণ, এপিটাপ, নিঃশব্দে সুর , বেস্ট ফ্রেন্ড, ফেরার পথ নেই, পরিচয়, সুর সতিন, সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, নীরবতা, খেয়ালী আমি খেয়ালী তুমি, ঘুরে দাড়ানোর গল্প, তুমি যদি বল, অনিকেত সন্ধ্যা, দোসর, তোর ভাবী, দ্বিতীয় যাত্রার আগে, সুর বিবাগী, ক্যান্ডি ক্রাশ, মরীচিকা, চেনা অচেনা, নির্বাসন, কেন, অমিত্রাক্ষর, জলসাঘর, ভাইরাল গার্ল, ইরিনা, চাপাবাজ, ব্ল্যাক ডায়মন্ড, তুমি আমারই, মন বদল, বেটার হাল্ফ, বেয়াইনসাব, বুকের বা পাশে, কনকচাপা, বান্টি বানু, পান সুপারি, তালাচাবি, শিল্পী, নৈব নৈব চ, মহব্বত ইত্যাদি। মেহজাবিন চৌধুরী ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন শিখর শাহনিয়াত পরিচালিত 'অপেক্ষার ফটোগ্রাফি' নাটকের মাধ্যমে। এবং জনপ্রিয় অভিনেত্রী বনে যান 'বড় ছেলে' নাটকের দ্বারা । 'বড় ছেলে নাটক পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। তারপরে মেহজাবিনের বেশ কয়েকটি নাটক দর্শক জনপ্রিয়তা পায়। তিনি একাধিক টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেন। মেহজাবিন চৌধুরী আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেয় এই প্রত্যাশা করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। 

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ